জাতীয়
স্পারসো থেকে সরিয়ে দেওয়া হলো আব্দুস সামাদকে
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার পর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সামাদকে সরিয়ে দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে নানা আলোচনা-সমালোচনার কারণেই বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মো. আব্দুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
একজন কৃষিবিদ কেন মহাকাশ গবেষণার প্রধান এ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলে। এর মধ্যেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো আব্দুস সামাদকে।