অন্যান্য
ব্রিগেডিয়ার জেনারেল ইউনুস দেওয়ান এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ
ডেস্ক নিউজ:
অন্বেষন অর্গানাইজেশনের চেয়ারম্যান লিমিয়া দেওয়ানের শ্রদ্ধেয় পিতা ব্রিগেডিয়ার জেনারেল ইউনুস দেওয়ান এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার অন্বেষন সংগঠনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল ইউনুস দেওয়ান ২০০১ সালে ১৩ই জানুয়ারি সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি লন্ডন থেকে ডাক্তার ডিগ্রি নেন। চাকরির পাশাপাশি সব সময় অসহায় মানুষদের সেবা এবং মসজিদে নির্মাণের প্রচুর অংশগ্রহন করতেন।