হরিণাকুন্ডুতে উঠান বৈঠক অনুষ্ঠিত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে তথ্য আপা ২য় পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ২ নং জোড়াদাহ ইউনিয়নের জটার খালি বাজারের পাশে স্বপন ডাক্তারের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তথ্য কেন্দ্রে আয়োজিত উঠান বৈঠকে নারীর ক্ষমতায়ন, তথ্য আপার কার্যক্রম, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনের গুরুত্ব নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার বি.এম. তারিক-উজ-জামান।
উক্ত বৈঠকে আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ সচেতন মূলক বক্তব্য পেশ করেন মহিলা মানুষের মাঝে, কিভাবে আইনের সহযোগিতা পাবে, বাল্যবিবাহ, আইনশৃঙ্খলা, জমিজমা, পিতা মাতার খেদমত না করা, এই বিষয়ে সনাতনী ধর্ম অবলম্বী মেয়েদের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন,হরিণাকুন্ডু থানা ইনচার্জ (ওসি) এম এ রউফ খান।
এসময় উপস্থিত ছিলেন, ২নং জোড়াদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম (বাবু) সহ বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুন্ডু উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ।