আন্তর্জাতিক
আল আকসায় ইসরাইলি হামলা
স্থানীয় বার্তা সংস্থা শেহাব নিউজের বরাত দিয়ে ইরনার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে আল আকসা মসজিদে ১ হাজার ৪০০ ইসরাইলি হামলা চালায়। এ সময় মসজিদে কঠোর পুলিশি নিরাপত্তা ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে ইসলাম ধর্মাবলম্বীরা আচার-অনুষ্ঠান পালন করে থাকে। এটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। তবে ইসরাইল-ফিলিস্তিনের ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরাইলের কট্টর ডানপন্থির নতুন ফন্দি এ মসজিদকে ঘিরে ইহুদি-মুসলমানদের মধ্যে অস্থিরতা বাড়াচ্ছে।
গত ২৬ জুলাই ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়কমন্ত্রী ইতামার বেন গভির দাবি করেছেন, পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের উপাসনালয় টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যেখানে বিগত কয়েক দশক ধরেই জেরুজালেমের টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনা করা নিষেধ। যদিও ইসরাইলি গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বরাত দিয়ে বলছে, বেন গভিরের এমন দাবি সঠিক নয়।