চাকরি পেয়ে বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন, গণধর্ষণের শিকার তরুণী
নতুন চাকরি পেয়ে বেশ খুশি হয়েছিলেন। সেই খুশিতে দুই বন্ধুকে নিয়ে একটি বারে পার্টি করতে গিয়েছিলেন তরুণী। তবে সেখান তাদের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছেন তিনি।
ভারতের তেলেঙ্গানাতে ঘটেছে এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই তরুণী ও তার দুই ছেলে বন্ধু একটি বারে গিয়েছিলেন। সেখানে তারা মদও পান করেন। ওই বারটির সঙ্গেই ছিল হোটেল। মদ্যপ হয়ে যাওয়ার পর ওই তরুণীকে হোটেল কক্ষে নিয়ে ধর্ষণ করেন তারা।
ধর্ষণের শিকার তরুণী পুলিশকে বলেছেন, তিনি নতুন একট চাকরি পেয়েছিলেন। বিষয়টি উদযাপন করতে গতকাল সোমবার (২৯ জুলাই) স্কুল বন্ধু গৌতম রেড্ডি ও আরেক বন্ধুকে আমন্ত্রণ জানান তিনি। তারা বনস্থলীপুরমের একটি বারে যান।
বনস্থলীপুরমের পুলিশ ইনসপেক্টর ডি জালেন্দার বলেছেন, “তারা একটি বার ও রেস্টুরেন্টে গিয়েছিল। যেটির সঙ্গে একটি হোটেল রয়েছে। যখন গৌতম রেড্ডি ও তার বন্ধু মদ্যপ হয়ে যায়। তারা দুজন মিলে তরুণীকে হোটেলের একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে গণধর্ষণ করে। এই তরুণী ও গৌতম একসঙ্গে দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন।”