জাতীয়
অবরুদ্ধ ৬০ পুলিশকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করল র্যাব
জানা যায়, কোটা সংস্কারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউনে’র অংশ হিসেবে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় আন্দোলনে নামেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে কিছু পুলিশ সদস্য কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে অবস্থান নেন।
পুলিশ ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ এবং ছররা গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
একপর্যায়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে ওই ভবনে ভাঙচুর এবং তিন ঘণ্টা পুলিশকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ সদস্যদের কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদ থেকে উদ্ধার করে র্যাব ফোর্সেসের হেলিকপ্টার।
এ বিষয়ে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া ৬০ জন পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র্যাব ফোর্সেসের হেলিকপ্টার।