প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল-স্বস্তিকা, থাকছে আরও চমক!
প্রথমবারের মতো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন দেশের স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে সেই খবর প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সিনেমার প্রস্তাব পেয়েছেন স্বস্তিকা। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। অন্দরের খবর, এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন নায়িকা।
বাংলাদেশের সিনেমাটি নিয়ে ধোয়াশা রেখে স্বস্তিকা জানিয়েছেন, লোভনীয় একটি চিত্রনাট্যই নাকি পেয়েছেন তিনি। গল্প শোনার পর ‘না’ বলতে পারেননি। তাই রাজিও হয়েছেন।
সিনেমাটির জন্য ইতোমধ্যে প্রযোজক থেকে অগ্রিম অর্থও নিয়েছেন অভিনেত্রী। কিন্তু চঞ্চলের শিডিউল পেতে অপেক্ষা করতে হচ্ছে পরিচালককে। সেটা পেলেই শুটিংয়ে গড়াবে এই সিনেমা। সম্ভবত পূজার পরে অর্থাৎ নভেম্বরেই শুরু হবে নতুন সিনেমার শুটিং।