খেলাধুলা

কোপার ফাইনাল ও ডি মারিয়ার বিদায়, যা বলছেন মেসি

২০২১ থেকে টানা চতুর্থ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন দলটির মহাতারকা লিওনেল মেসি। এবার তিনি আরও একটি ফাইনালের সামনে, কোপা আমেরিকার রোমাঞ্চকর ম্যাচটিতে তাদের মোকাবিলা করতে হবে দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়ার। তবে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগেও চাপমুক্ত মেসি, কথা বলেছেন ফাইনাল ও এই ম্যাচ দিয়ে অবসর নিতে যাওয়া সতীর্থ আনহেল ডি মারিয়াকে নিয়ে।

আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। এই ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চ ও উত্তেজনা বোধ করছেন আর্জেন্টাইন ফুটবলাররা। কিন্তু ব্যতিক্রম মেসি, আগেই জানিয়েছিলেন নিজের শেষ সময়টা উপভোগ করার কথা। ফাইনালের আগে আবারও তার মুখে তেমনই সুরই শোনা গেল! বয়সটা ৩৭ পেরিয়েছে, তবে এখনও ঠিকই প্রতিপক্ষ ডিফেন্ডারদের মাথা ব্যথার কারণ এলএমটেন। যদিও এবারের কোপায় শুরুর দিকে তাকে বেশ ছন্দ খোঁজায় মরিয়া দেখা গেছে। তবে সেটিও কাটিয়ে উঠেছেন ধীরে ধীরে।

ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন ফাইনাল নিয়ে আলবিসেলেস্তে অধিনায়ক বলেন, ‘আমি শান্ত আছি এবং অন্য ম্যাচের মতোই এই মুহূর্তটির (ফাইনাল) অপেক্ষায় আছি। আগের যেকোনো সময়ের চেয়ে এখন আমি অনেক বেশি শান্ত থাকি, যেমনটা ঘটছে তার পুরোটাই উপভোগ করার চেষ্টা করছি। এখন প্রতিটি মুহূর্ত অনেক বেশি উপভোগ করি এবং ওই সময়টায় বাঁচার চেষ্টা করি। এজন্য কোনো তাড়াহুড়ো নেই, প্রতিটি মুহূর্ত উপভোগ করি। যখন ম্যাচ আসবে, তখন তাতেই পুরো মনোযোগ দেই।’

এর আগে ব্রাজিলের বিপক্ষে মারাকানায় (কোপা) এবং কাতারের লুসাইলে ফ্রান্সকে (বিশ্বকাপ) হারিয়ে নিজেদের বহুল প্রতিক্ষীত শিরোপা ছিনিয়ে আনে আর্জেন্টিনা। যার মধ্য দিয়ে মেসি তার ক্যারিয়ারে যেমন পূর্ণতা দিয়েছেন, তেমনি স্বদেশকে দীর্ঘ শিরোপাখরা থেকে রেহাই দিয়েছেন। তিনি সে সময়কার স্মৃতিও তুলে ধরলেন সংক্ষেপে, ‘শেষ ফাইনালে (ম্যাচের আগে) আমি ভালোই ঘুমিয়েছি, কোনো সমস্যাই হয়নি। সত্যি কথা হচ্ছে– আমরা অনেক খোশগল্প, একসঙ্গে পান ও কার্ড খেলার পর অনেক রাতে ঘুমিয়েছি। আমরা দেরিতে ঘুমোলেও, ভালো ঘুম হয়েছে।’

এমন সুখস্মৃতির মাঝেও আসন্ন কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল নিয়ে বেশ সতর্ক মেসি। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলছেন, ‘আমরা উরুগুয়ে-কলম্বিয়া (সেমিফাইনাল) ম্যাচ দেখেছি। জানতাম তাদের মধ্যে যারাই আসবে, খুব কঠিন হবে আমাদের জন্য। বিশেষত কলম্বিয়া দীর্ঘ সময় ধরে অপরাজেয়, তাদের দারুণ সব খেলোয়াড় আছে, বেশ গভীরতা ও গতিময়।’ নেস্তোর লোরেঞ্জো এক সময় আর্জেন্টিনার হয়ে খেলেছেন, সেই তিনিই স্বদেশের বিপক্ষে কলম্বিয়ার ডাগআউট সামলাবেন। সবমিলিয়ে ফাইনালে কাউকে ফেবারিট ভাবতে রাজি নন মেসি, ‘এটি ফাইনাল। এমন ম্যাচ অন্যগুলোর চেয়ে সবসময়ই আলাদা। আমরা পুরো কাপেই ভালো খেলেছি।’

অ্যাটাকিং মিডফিল্ডার ডি মারিয়া বেশ আগেভাগেই জানিয়েছিলেন এবারের কোপা জাতীয় দলে তার শেষ খেলা। ফাইনাল নিশ্চিতের পর সেটি আবারও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। দীর্ঘ সময়ের বন্ধু ও সতীর্থের বিদায় নিয়ে মেসি বলেছেন, ‘সে এটা আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তবুও বিষয়টি বারবারই সামনে আনা হয়, এ নিয়ে পূর্ণ সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে। তাই খুব বেশি কিছু বলার নেই।’

‘আমরা এখন সবকিছুই উপভোগের চেষ্টা করি, এমনকি সেটা কোনো ছোটখাটো বিষয় হলেও। আগে যেসব মুহূর্তকে পাত্তা দিইনি সেগুলোও। আজ সব বিষয়ই আমাদের কাছে মূল্যবান, তাই সে (ডি মারিয়া) আগের চেয়ে এখন বেশি আবেগপ্রবণ। যেকোনো অভিজ্ঞতায় সে তুলনামূলক বেশি রোমাঞ্চিত। আমরাও জাতীয় দলের সবাই তার এই শেষ সময়গুলোয় যথেষ্ট সঙ্গ দেওয়ার চেষ্টা করছি, তার পাশেই আছি’, আরও যোগ করেন মেসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading