আসছে কল্কির ট্রেলার, নতুন পোস্টারে নজর কাড়লেন দীপিকা
মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এর মধ্যেই তার নতুন ছবি ‘কল্কি২৮৯৮এডি’-এর নতুন পোস্টার প্রকাশ্যে। রোববার এক্স হ্যান্ডেলে বৈজয়ন্তী মুভিস এ পোস্টারটি রিলিজ করেছে। এতে তারা লিখেছে, ‘আশা তৈরি হচ্ছে। কল্কি২৮৯৮এডি-এর ট্রেলারটি আগামীকাল প্রকাশিত হবে।’
এদিকে দীপিকা নিজেও পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টারে দীপিকাকে দেখে উদ্বিগ্ন ও হতাশ দেখাচ্ছে। সে জীর্ণ সিঁড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তার পেছনে আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে।
দীপিকার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর সিং। সবসময়ের মতো স্ত্রীর প্রশংসা করে তিনি লেখেন, ‘বুম (ফায়ার ইমোজি) অসম্ভব সুন্দর!’
অনেকেই দীপিকার এই পোস্টারে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘দীপিকা, আপনি আক্ষরিক অর্থে সিনেমা এবং আমার হৃদয়ে রাজত্ব করছেন।’
উন্মাদনা এখানেই শেষ নয়, একজন লিখেছেন, ‘মাদার আর আর আর, (মা) অসম্ভব সুন্দর দেখাচ্ছে, আমি এটা নিয়ে খুবই উত্তেজিত। হলিউড, আমরা তোমাকে শাসন করতে আসছি’।
কল্কি ২৮৯৮এডি
সায়েন্স ফিকশন থ্রিলার ‘কল্কি ২৮৯৮ এডি’-এর বহু প্রত্যাশিত ট্রেলারটি ১০জুন মুক্তি পেতে চলেছে৷ ছবিতে অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান এবং দিশা পাটানি৷ ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ফিল্মটিকে একটি পৌরাণিক কাহিনী-অনুপ্রাণিত sci-fi এক্সট্রা ভ্যাগাঞ্জা বলে দাবি করা হচ্ছে। বৈজয়ন্তী মুভিজ দ্বারা প্রযোজিত,ছবিটি এই বছরের ২৭শেজুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
গত মাসে ছবির নির্মাতারা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এর মধ্যে আইপিএল ম্যাচের সময় ছবির টিজার শেয়ার করেন। ২১-সেকেন্ডের টিজারটি অমিতাভের উপস্থিতি চিহ্নিত করে। তিনি একটা গুহায় শিবের প্রার্থনায় নিযুক্ত ছিলেন। হাত ছিল ব্যান্ডেজ দিয়ে ঢাকা। ছোট্ট এই ক্লিপে, একটা ছোট বাচ্চাকে তার উদ্দেশ্যে প্রশ্ন করতে দেখা গেছে।