৬৭ বছর বয়সে স্নাতক সম্পন্ন করলেন অভিনেতা
বলিউডে কাপুর পরিবারের আধিপত্য সেই পৃথ্বীরাজ কাপুরের সময়কাল থেকেই। এরপর রাজ কাপুর, শশী কাপুর, শাম্মি কাপুরদের জমানা ছিল। তারপর এলেন কারিশমা, কারিনা, রণবীররা। অভিনয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখলেও পড়াশোনায় যেন একটু বেখেয়ালিই ছিল পরিবারটি।
সেই আফসোস থেকেই ষাটের পর অর্থাৎ ৬১ বছর বয়সে স্নাতক পড়া শুরু করেন শাম্মি কাপুরপুত্র আদিত্য রাজ কাপুর। এর ছয় বছর পর দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করলেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা।
সম্প্রতি ইগনু বিশ্ববিদ্যালয় থেকেই দর্শনে স্নাতক সম্পন্ন করেছেন আদিত্য। সোশ্যাল মিডিয়ায় সার্টিফিকেট হাতে ছবি দিয়ে নিজেই জানালেন গ্র্যাজুয়েশনের কথা। তার এই পড়াশোনার নেপথ্যে ছিলেন মেয়ে তুলসি। তাই তো তাকে ধন্যবাদ জানাতে ভোলেননি। পাশাপাশি নিজের এই ডিগ্রি তার মা গীতাবালিকে উৎসর্গ করেছেন তিনি।
জীবনের এই শেষবেলায় যখন স্থির করলেন পড়াশোনাটা ফের শুরু করবেন, তখন বিষয় নির্বাচন করতেই কিছুটা সময় চলে যায় আদিত্যর। তিনি জানালেন, মেয়ের উৎসাহেই দর্শন নিয়ে পড়া।
আদিত্য বলেন, ‘আমার মেয়েই আমাকে স্টাডি মেটেরিয়াল তৈরি করে দিত। জেরক্স করে দিত। এমনকী, প্রয়োজনে আমাকে নোটও বানিয়ে দিত। সুতরাং আমার এই স্নাতক ডিগ্রির নেপথ্য়ে কিন্তু আমার মেয়ের অবদান প্রচুর।
জানা গেছে, মূলত ব্যবসার সঙ্গে জড়িত আদিত্য রাজ কাপুর। পাশাপাশি অভিনয়ও করেন। মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন শহরের অলিগলিতে, সঙ্গী হয় তার প্রিয় মোটরসাইকেল।