১০৩ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ অভিযান পরিচালনা করে ১০৩ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মো. মাহফুজুর রহমান জানান, শনিবার (৮ জুন) সকাল সোয়া ৬টার দিকে উত্তরায় র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান হবিগঞ্জ থেকে রাজেন্দ্রপুর হয়ে গাজীপুরের সালনা এলাকার দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, গাড়িচালক মিজানুর রহমান (৩০), আল আমিন (৩১) এবং মো. শামীম(৩৪)। তাদের তিনজনের বাড়িই রাজশাহী।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮৫ কেজি গাঁজা, ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।
পৃথক একটি অভিযান পরিচালিত হয় রাজধানীর মহাখালী। একই দিন সকাল ৯টার দিকে র্যাব-১ এর অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাঁজার একটি বড় চালান সিলেট হয়ে মহাখালী এলাকার দিকে যাচ্ছে। সংবাদের ভিত্তিতে দলটি মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে দুলাল মিয়া (৫৫) ও মো. আলমগীর (৪৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এএসপি মো. মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো ক্রয়-বিক্রয় করে আসছিল। বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করেছে বলে স্বীকার করেছে।
উদ্ধার মাদক ও গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।