কর্মীকে গুলি করে হত্যা, ছাত্রলীগ নেতা জয়কে বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান এজাজকে গুলি করে হত্যার অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার পর গতকাল বুধবার (৫ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে এজাজ হত্যার ঘটনায় এখনো হয়নি মামলা। কাউকে আটক করতেও পারেনি পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি জানিয়েছেন।
আরও পড়ুন
প্রসঙ্গত, বুধবার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে বিজয়ী আনারস প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে গুলিতে মৃত্যু হয় ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান এজাজের। পরিবারে অভিযোগ- গুলিটি করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিপি জালাল হোসেন খোকার নির্দেশে গুলি করা হয়েছে বলে অভিযাগ নিহতের স্বজনদের।