কক্সবাজারে নদীতে নেমে দুই জেলে নিখোঁজ
নিখোঁজ জেলেরা হলেন- চকরিয়ার পূর্ব বড় ভেওলা এলাকার ৫নং ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও একই এলাকার ৭নং ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, মাছ শিকারে গিয়ে নদীতে নেমে দুই জেলে নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। আমি এই মুহূর্তে চট্টগ্রামে একটি মিটিংয়ে আছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম আছে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
পূর্ব বড় ভেওলা এলাকার বাসিন্দা রফিক জানান, সকালে তারা মাছ শিকারে যায়। নদীর স্রোতের কারণে তারা তলিয়ে যায় এমন ধারণা করা হচ্ছে। এর আগেও এই নদীর স্রোতে অনেকের মৃত্যু হয়েছে।