কুমিল্লায় ভোট ছাড়াই জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা সদরে মনোনয়ন দাখিলকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান পদে আহাম্মেদ নিয়াজ পাবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসেনেয়ারা বকুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি।
রোববার (২১ এপ্রিল) উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন পদে একক প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।। আগামী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে টিকে গেলে বিনা ভোটেই তিন প্রার্থী নির্বাচিত হয়ে যাবেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া তিন প্রার্থীই কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। তাদের মধ্যে আমিনুল ইসলাম টুটুল ও হোসনেয়ারা বকুল ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, আদর্শ সদর উপজেলায় মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে তিন পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টিকে গেলে তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন।
আরিফ আজগর/এএএ