মহেশপুর
দৈনিক গ্রামের কাগজের রজতজয়ন্তী উপলক্ষে মহেশপুর অফিসে কেক কাটা ও আলোচন সভা অনুষ্ঠিত
আশরাফুল আলম মহেশপুর,ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর গ্রামের কাগজের অফিসে রজতজয়ন্তী উপলক্ষে কেক কাটা ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক গ্রামের কাগজের মহেশপুর অফিস প্রধান ও প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জউদ্দিন হামীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আঃলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,মহেশপুর থানার ওসি মাহবুবু রহমান কাজল।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ এনামুলহক দুলু,সহ-সভাপতি বাবর আলী বাবু,সাংগঠনিক সম্পাদক পলাশ রহমান, সাংবাদিক আতিউর রহমান,নাজমুল হোসেন, আলমগীর হোসেন, আশরাফুল আলম,আবুল কাসেম,তরিকুল ইসলাম,হোসাইন আহম্মেদ,আশরাফুল ইসলাম ঝন্টু,আব্দুল হামীদ,মাহফুজুর রহমান রনি, সুমন সরদার ,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ ওসমান গণি প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দৈনিক গ্রামের কাগজ হাঁটি হাঁটি পা পা করে ২৫ বছর পেরিয়ে আজকে বাংলাদেশে এ্ই কাগজ আইডল হিসেবে আমাদের সামনে আবির্ভাব হয়েছে। একই সাথে গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন বাংলাদেশের এক দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তরা গ্রামের কাগজের উত্তর উত্তর সফলতা কামনা করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রামের কাগজের মহেশপুর প্রতিনিধি মোঃ হোসাইন আহম্মেদ।