যারা ভোটারদের হুমকি ধামকি দিচ্ছেন তাদের জায়গা হবে জেলে।আমি নিশ্চিত বললাম মাগরিবের নামাজের আগে। কেউ যদি কারো মারতে আসে তাদের জায়গা জেলে হবে। এমনটাই বললেন ঝিনাইদহ -১ (শৈলকুপা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল।
পথসভায় বেনীপুর গ্রামের মাতব্বর আলী এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আতিয়ার রহমান বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ১ আসন শৈলকুপার স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বেনিপুর ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুর রশিদ, দেবতলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেম্বার লুৎফর রহমান, গোপালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জামাল, হড়লা ওয়ার্ড মেম্বার আকামত শেখ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, তাই শান্তি পেতে, এবং উন্নয়নে পেতে আমরা আলহাজ্ব নজরুল ইসলাম দুলালকে বিপুল ভোটে জয় করব।
স্বতন্ত্র প্রার্থী দুলাল ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে শৈলকুপা জনপদ থেকে মারামারি হানাহানি নির্মূল করার চেষ্টা করব এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব,
তিনি আরো বলেন আর যারা ভোটারদের হুমকি ধামকি দিচ্ছেন তাদের জায়গা হবে জেলখানায়।