এআই ব্যবহার করে তথ্য জানাতে পারে মেটার এই রোদচশমা
নিজেদের তৈরি ‘রে-ব্যান মেটা স্মার্ট গ্লাস’ রোদচশমায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক) প্রযুক্তি যুক্ত করেছে মেটা। ‘লুক অ্যান্ড আস্ক উইথ মেটা এআই’ সুবিধা চালুর ফলে রোদচশমাটি পরে কোনো বস্তুর দিকে তাকালেই ব্যবহারকারীকে সেই বস্তুর নাম বা বিস্তারিত তথ্য জানাবে মেটার এআই প্রযুক্তি। এমনকি সেই বস্তুর বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবে।
এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, রোদচশমাটি পরে ব্যবহারকারীরা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর দিকে তাকিয়ে ভয়েস কমান্ড বা ক্যাপচার বাটনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলতে পারবেন। ছবি তোলার পর সামঞ্জস্যপূর্ণ ক্যাপশন যুক্ত করার নির্দেশ দিলে তা-ও লিখে দেবে মেটার এআই প্রযুক্তি। শুধু তা–ই নয়, ছবিতে থাকা এক ভাষার লেখা অন্য ভাষায় অনুবাদ করেও পড়া যাবে।
রে-ব্যানের সঙ্গে যৌথ অংশীদারত্বে তৈরি করা এ রোদচশমায় এআই প্রযুক্তি কীভাবে কাজ করবে, তা জানাতে ভিডিও ও ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সেখানে দেখা যায়, ছবির ক্যাপশন স্বয়ংক্রিয়ভাবে লিখে দেওয়ার পাশাপাশি ছবিতে থাকা ভিন্ন ভাষায় লেখা তথ্য ইংরেজি ভাষায় অনুবাদ করে দিচ্ছে রোদচশমাটি।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক ব্যক্তি পরীক্ষামূলকভাবে মেটার এআই প্রযুক্তি সুবিধার রোদচশমাটি পরখ করার সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, মেটা ও রে–ব্যানের তৈরি প্রথম স্মার্ট রোদচশমাটি ২০২১ সালের সেপ্টেম্বরে বাজারে আসে। তখন রোদচশমাটির দাম ধরা হয় ২৯৯ মার্কিন ডলার। প্রথম স্মার্ট রোদচশমাটি দিয়ে ব্যবহারকারী ছবি তুলতে পারেন, গান শুনতে পারেন এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করতে পারেন। তবে নতুন রোদচশমাটির দাম কত হবে বা কবে বাজারজাত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি মেটা।