যে ভুলে ডিসেম্বরেই বন্ধ হতে পারে আপনার গুগল অ্যাকাউন্ট!
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কিছু অ্যাকাউন্ট চিরতরে গুগল অ্যাপ থেকে মুছে যেতে পারে। ঠিক কী কারণে অ্যাকাউন্ট মুছে যেতে পারে এ বিষয়েও গুগল তাদের ব্যবহারকারীদের জানিয়েছে সতর্কবার্তা।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের বরাতে জানা যায়, দু-বছর কিংবা তারও বেশি সময় ধরে যদি কোনো গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করা হয়ে থাকে, তবে সেসব অ্যাকাউন্ট চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ডিলিট করে দেয়া হবে।
যদি আপনার কোনো এমন গুগল অ্যাকাউন্ট থাকে যা দুই বছরে কখনো ব্যবহার করা হয়নি, তবে সে অ্যাকাউন্ট কিন্তু চিরতরে হারাতে বসেছেন আপনি।
একটি গুগল অ্যাকাউন্ট বা জি মেইল হারানোর অর্থ হলো সেই মেইলটি হারানোর পাশাপাশি সব ডকুমেন্ট, গুগল ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব এবং গুগল ফটোসে যা তথ্য আপনার ছিল তার সবই ডিলিট হয়ে যাওয়া। তাই এখনই সতর্ক হোন।
হঠাৎ কেন এ সিদ্ধান্ত নিলো গুগল কর্তৃপক্ষ–এমন প্রশ্নের উত্তরে তারা জানায়, ইউজারদের গুগল অ্যাকাউন্টের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতেই অব্যবহৃত অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে আপনি চাইলে দু-বছর বা তার বেশি বছর ধরে অব্যবহৃত গুগল অ্যাকাউন্ট ডিলেট হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন। এ জন্য আপনাকে অব্যবহৃত অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর আপনার কাছে এসেছে এমন ই-মেইলগুলো পড়তে হবে। পাশাপাশি সেই ই-মেইল থেকে অন্য কারো কাছে পাঠাতে হবে ই-মেইল।
ওই ই-মেইল ব্যবহার করে গুগল ড্রাইভ করার পাশাপাশি ইউটিউব ভিডিও দেখতে পারেন। গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করাসহ গুগল সার্চও করতে পারেন। এতে আপনার ই-মেইলটি সচল হবে। আর গুগল থেকে অ্যাকাউন্টটি চিরতরে ডিলেট হওয়া থেকে রক্ষা পাবে।