জাতীয়

নির্বাচনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ বিজিবি সদস্যদের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যের প্রতি নির্দেশ দিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

রোববার (১৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা পরিদর্শনের সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এ নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি ব্যাটালিয়ন সদরের কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ, বৃক্ষরোপণ এবং ব্যাটালিয়ন ও‌ বিওপি পর্যায়ে সকল সদস্যের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক বিজিবি সদস্যদের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading