জাতীয়

বিদেশিদের কথায় কিছু হবে না, দেশের মঙ্গলে নিজেরা আলোচনা করতে হবে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ, ভুল বোঝাবুঝি থাকতে পারে। দেশের মঙ্গলের জন্য সেগুলো নিজেরা বসে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বিদেশি বন্ধুদের আমরা সম্মান, শ্রদ্ধা করি, কিন্তু তাদের কথায় এদেশে কিছু হবে না।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গরীব-দুঃখী মেহনতি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শ্রেষ্ঠ নেতা। তিনি গত ১৫ বছরে এদেশে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কোনো নেতা নেই।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিংকর রায়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনন্ত পালের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক  সহ সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান, পৌর কাউন্সিলর সফিকুল হকসহ অন্যান্যরা।

জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনের পর আরও বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরমধ্যে ৯৭ লাখ ৩৯ হাজার ২০০ টাকা ব্যয়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, এক কোটি ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, এক কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৯৩৭ টাকার জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কে আরসিসি কাজের উদ্বোধন এবং শিক্ষা প্রকৌশল অতিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন, জনস্বাস্থ্য প্রকৌশল অতিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রসুলপুর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবারহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর স্থানীয় চিলাউড়া বাজারে আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সভায়ও যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading