এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত
এশিয়া কাপের গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে টুর্নামেন্টে আর দেখা যাবে না এই বাঁহাতি ব্যাটারকে। তাই দেশে ফিরে আসার কথা রয়েছে শান্তর। তবে পাকিস্তানে বিমানের টিকিট জটিলতায় পড়েছেন আফগান ম্যাচের সেঞ্চুরিয়ান। তাই আজ (মঙ্গলবার) রাতে দেশে ফিরতে পারছেন না নাজমুল শান্ত।
চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান নাজমুলের। গ্রুপপর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ক্যামিও ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে জোড়া সেঞ্চুরিতে আফগানদের বিপক্ষে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন বাংলাদেশকে। যার ওপর দাঁড়িয়ে ৮৯ রানের বিশাল জয় তুলে নিয়েছিল সাকিব বাহিনী।
গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন নাজমুল। পরদিন এমআরআই করানো হলে চোট ধরা পড়ে।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজেও খেলতে পারবেন না নাজমুল শান্ত। কিইউদের বিপক্ষে বিশ্বকাপের আগে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষ করেই ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতের বিমান ধরবেন সাকিব-মিরাজরা।