হরিণাকুণ্ডুতে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ জানুয়ারি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক- উজ জামান এর নেতৃত্বে সকল সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক- বৈষম্য ছাত্র আন্দোলনকারীর প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), ঈশিতা আক্তার,
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ(ওসি),এম এ রউফ খান,উপজেলা কৃষি কর্মকর্তা,শহীদ মোহাম্মদ তিতুমী,
হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মহিউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক মুন্সি ফিরোজা সুলতানা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃফরিদা ইয়াসমীন, প্রাথমিক শিক্ষা অফিসার সুধাংশু কুমার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন ,আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক টিটু, বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুন্ডু উপজেলা শাখার সাংবাদিক সহ বিভিন্ন সরকারি- বেসরকারি কর্মকর্তা- কর্মচারী,শিক্ষক, শিক্ষার্থী,রাজনৈতিক ব্যক্তিগণ ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন