প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন র্যাবের হাতে আটক
প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব – ৬ সিপিসি ২।
রবিবার সকালে ঝিনাইদহ র্যাব ৬ এর ক্যাম্পে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত ৩০ আগস্ট ২০০২ তারিখে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌঁছালে কতিপয় সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও হাত বোমা সহ তার পরে হামলা চালায়, এ ঘটনায় কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা তিনটি মামলা করা হয়।
পরবর্তীতে ১৮ এপ্রিল ২০২৩ সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুনাল ৩ এর বিজ্ঞ আদালত হামলায় জড়িত আসামিদের দোষী সাব্যস্ত করে যাবত জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।
এ মামলাসহ আসামি আলাউদ্দিনকে পৃথক ৩ টি মামলায় ১৬ বছরের সাজা প্রদান করা হয় এরপর থেকেই আসামী দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব ৬ সিপিসি ২ বিশেষ অভিযান পরিচালনা করে প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিনকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।