সারাদেশ

নরসিংদী কারাগার পরিদর্শনে তদন্ত কমিটি

নরসিংদীতে কারফিউ শিথিল হওয়ায় স্বাভাবিক হচ্ছে চলাফেরা। অফিস-আদালত খোলার দিনে নরসিংদীর বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের চাঞ্চল্য এবং গণপরিবহনের আধিক্য লক্ষ করা গেছে। শহরের প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। কারাগারে বাড়তি নিরাপত্তায় স্থাপন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি ক্যাম্প।

এদিকে আজ রোববার (২৮ জুলাই) বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটির প্রধান সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কারাগারটি ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শী, কর্মকর্তা ও কারারক্ষীদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ, সদস্যসচিব ও সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আবু সাঈদ মোল্লা, কারা অধিদপ্তরের ডিআইজি মো. ছগির মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মো. মাহমুদুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, জেল সুপার শামিম ইকবাল প্রমুখ।

পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান ফারুক আহমেদ বলেন, নরসিংদী জেলা কারাগারে হামলা দিন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলছি। ইতোমধ্যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক সম্পন্ন হয়েছে। তাছাড়া বিভিন্ন সূত্রে প্রাপ্ত ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছি। তদন্ত শেষে আরও বিস্তারিত বলা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading