ফার্মগেটের অবরোধ তুলে নিল শিক্ষার্থীরা
নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে সকাল সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরই অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে ফার্মগেট অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। পড়ে ৪টা ৫০ মিনিটে ব্লকেড কর্মসূচি শেষে খুলে দেওয়া হয় ফার্মগেটের সড়ক।
সরেজমিনে দেখা যায়, ব্লকেড কর্মসূচি শেষ হতেই ফার্মগেট, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাস্তা খুলে দেওয়া হয়। ফলে আটকে থাকা অসংখ্য যানবাহন ফের চলাচল শুরু করে।
সড়কে কর্মরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, ৫টার কিছু সময় আগে শিক্ষার্থীরা তাদের ব্লকেড কর্মসূচি শেষ করেছেন। যানবাহন চলাচল শুরু হয়েছে। আমরা ট্রাফিক স্বাভাবিক করার কাজ করছি।
প্রসঙ্গত, বুধবার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচির জন্য জড়ো হন শিক্ষার্থীরা। তারা সব গ্রেডের সরকারি চাকরিতে কোটা বৈষম্য দূর করে অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম ৫ শতাংশ কোটা বহাল রেখে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলন করেন।
এদিন ছোট ছোট মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে দেখা যায়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগ, চানখারপুল, বাটা সিগন্যাল, মৎস্য ভবন, মিন্টু রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর পেরিয়ে কারওয়ান বাজার এবং ফার্মগেট অবরোধ করেন।
সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী এদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও তারা অবরোধ করেন।
গতকাল বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে আজকের সকাল-সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেডের ঘোষণা দেওয়া হয়।