মুম্বাইয়ে কত দামে ফ্ল্যাট কিনলেন কেডি পাঠক?
ভারতীয় অভিনেতা রনিত রায়। দীর্ঘদিন ধরে কাজ করেছেন হিন্দি টেলিমিডিয়ায়। বলিউডের বড় পর্দায়ও অভিনয় করেছেন তিনি। তবে ‘আদালত’ নামের একটি টিভি সিরিয়াল তাকে ভারতসহ বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। সেখান থেকে আইনজীবী ‘কেডি পাঠক’ চরিত্রেই মূলত পরিচিতি তার।
মূলত মুম্বাই শহরেই বসবাস করেন রনিত রায়। এবার একই শহরের আরও একটি বাসস্থানের মালিক হতে যাচ্ছেন এই অভিনেতা। স্ত্রী নীলাম রায়ের সঙ্গে যৌথভাবে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, রনিত যেই ফ্ল্যাটটি কিনেছেন, সেটি মুম্বাইয়ের ভারসোভাতে। যার আয়তন ৪,২৫৮ বর্গফুটের। শুধু ফ্ল্যাটের স্ট্যাম্প করতেই লেগেছে ভারতীয় মূদ্রার ১ দশমিক ১৩ কোটি টাকা আর রেজিস্ট্রেশনে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। রনিতের বিভিন্ন সুবিধা সম্বলিত এই নতুন ফ্ল্যাটের দাম ১৮.৯৪ কোটি রুপি। তবে এই নতুন বাড়িতে তারা কবে গিয়ে উঠছেন, তা এখনও স্পষ্ট নয়।
শুধু রনিত রায় নন, এর আগেও বেশ কয়েকজন বলিউডতারকা নতুন বাসস্থান কিনেছেন মুম্বাইয়ের এসব নামজাদা এলাকায়। শহরের জুহুতে ৭.৭৬ কোটি রুপি দিয়ে একটি নতুন ফ্লাট কিনেছেন গীতিকার জাভেদ আখতার। সেখানে এই বহুতলের আশপাশে রয়েছে বলিউডের আরও বেশ কয়েক তারকাদের বাড়ি।
জাভেদ আখতারের কিছু দিন আগেই নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেতা আমির খান। মুম্বাইয়ের পালি হিল এলাকায় ‘বেলা ভিস্তা’ বহুতলে ৯.৭ কোটি রুপি দিয়ে একটি ফ্ল্যাট কিনেছে অভিনেতা। এছাড়াও অমিতাভ বচ্চনের সম্পত্তিতেও হয়েছে নতুন সংযোজন। মুম্বাইয়ের বোরিভালিতে ৭ কোটি রুপি দিয়ে দু’টি ফ্ল্যাট কিনেছেন তিনি।
তবে তারকাদের ফ্লাট কেনার পাল্লায় সকলকে ছাড়িয়ে গেছেন শাহিদ কাপুর ও মিরা রাজপুত। ওরলি সমুদ্র সৈকতমুখী এক সুবিশাল অ্যাপার্টমেন্ট কিনেছেন তারা; যার দাম ৬০ কোটি রুপি।