অ্যাডমিট কার্ড না পেয়ে শিক্ষার্থীদের কলেজ অবরোধ
এইচএসসি পরীক্ষার এক দিন আগে অ্যাডমিট কার্ড না পেয়ে কলেজ ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। তারা অ্যাডমিট কার্ড না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় রাস্তা অবরোধ করে কলেজ গেটে তালা দিয়ে তারা বিক্ষোভ মিছিলও করেন।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের ৪২ জন ছাত্রছাত্রী তাদের অ্যাডমিট কার্ড না পেয়ে বিক্ষোভ মিছিল করেন। শনিবার (২৯ জুন) দুপুর ১২টায় রুহিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ তারা ফরম ফিলাপ বাবদ ৪ হাজার করে টাকা দেওয়ার পরও এখনো অ্যাডমিট কার্ড পায়নি।
মোহাম্মদ আরিফ নামের এক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, রুহিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারী মো. সাবুকে আমিসহ ৪২ জন ছাত্রছাত্রী ফরম পূরণের জন্য টাকা দিই। সবার ফরম পূরণ হলেও আমাদের ৪২ জনের ফরম পূরণ হয়নি। অ্যাডমিট কার্ড পেয়ে এখন আমাদের বন্ধুরা পড়াশোনা করছে আর আমরা কলেজে ঘুরছি অ্যাডমিট কার্ডের জন্য। এখন আমাদের আর কোনো রাস্তা নেই। আমরা যদি অ্যাডমিট কার্ড না পাই তাহলে এই কলেজেই ফাঁস নেব। দুই বছর কষ্ট করে পড়াশোনা করেছি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আজ আমরা পরীক্ষা দিতে পারছি না।
মোহাম্মদ আবু তালেব নামের আরেক শিক্ষার্থী বলেন, আমি ফরম পূরণের জন্য সাবুকে (ল্যাব সহকারী মো. সাবু) টাকা দিয়েছি কিন্তু এখনো আমরা অ্যাডমিট কার্ড পাইনি। আমার মতো অনেকেই পায়নি। অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। দোকানে দোকানে কাজ করি আবার পড়াশোনা করি। আমার বাবা নেই। এত কষ্ট করে পড়াশোনা করার পরও আজ আমি পরীক্ষা দিতে পারতেছি না।
আবু তালেবের মা ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। এখন শুনতেছি সে নাকি পরীক্ষা দিতে পারবে না।
মো. শফিউল ইসলাম সুফি নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, রুহিয়া ডিগ্রী কলেজের বেশকিছু এইচএসসি পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি। পরীক্ষার মাত্র এক দিন বাকি। এই সময়ে তারা পড়াশোনা করবে নাকি অ্যাডমিট কার্ড নিয়ে দুশ্চিন্তায় থাকবে। এতে কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব রয়েছে। তারা যেন দ্রুত এই ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে রুহিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারী মো. সাবু ঢাকা পোস্টকে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।
রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, গতকাল বিষয়টি আমি জানতে পারি যে আমাদের কলেজের ৪২ জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড পায়নি । তারা ফরম পূরণের জন্য কলেজের কোনো একজনকে টাকা দিয়েছিল। আমাদের কলেজে যারা টাকা জমা করেছে তাদের ফরম পূরণ হয়েছে।
রুহিয়ার থানা পুলিশের অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, আজ সকালে ছাত্র-ছাত্রীরা তাদের অ্যাডমিট কার্ডের দাবিতে রুহিয়া ডিগ্রি কলেজের সামনে রাস্তা অবরোধ করে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই কলেজের অধ্যক্ষের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। যেভাবেই হোক ছাত্রছাত্রীরা যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টায় আমরা করছি। এ ছাড়া এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।