রংপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
রংপুরের তারাগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ইকরচালী বাজার এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ইকরচালী ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল কালাম আজাদ উপজেলার চরকডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে। তিনি ইকরচালীর বালাবাড়িতে অবস্থিত একটি ফিড মিলে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং অপারেটর পদে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে সকালে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফিড মিলে রাতে দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আবুল কামাল আজাদ। তিনি ইকরচালী বাজার পৌঁছালে মহাসড়কের দক্ষিণ পাশে বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাদের। স্থানীয় লোকজন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
নিহত আবুল কালাম আজাদের সহকর্মী আমিনুর মমিন জানান, রাতে ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বলেন, সকালে ইকরচালী বাজারে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আবুল কালাম আজাদ নামে একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।