ভোরে আফগানদের মুখোমুখি বাংলাদেশ, সেমিতে খেলতে যা করতে হবে
টানা দুই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পথে বাংলাদেশ। যদিও কাগজে-কলমে সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা এখনো টিকে আছে নাজমুল হোসেন শান্তদের। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। সেন্ট ভিনসেন্টে আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
অস্ট্রেলিয়া ও ভারতের কাছে টানা দুই হারে বিশ্বকাপের সেমিতে উঠার পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের। তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে টাইগারদের সেমিতে খেলার ক্ষীণ সুযোগ তৈরি হয়েছে। তারপরও অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল।
প্রথমত, ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হবে অস্ট্রেলিয়াকে। এরপর আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। তাহলেই সেমিফাইনালের সুযোগ তৈরি হবে টাইগারদের। কিন্তু আজ রাতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে, আফগানিস্তানের সাথে খেলতে নামার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
সুপার এইটের গ্রুপ এ’র দলগুলোর সেমিফাইনালের সমীকরণ দেখুন এখানে
অস্ট্রেলিয়ার জয়ে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজলেও সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ। পাশাপাশি সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে আফগানিস্তানেরও। অস্ট্রেলিয়াকে হারিয়ে রশিদ খানরা ফুরফুরে মেজাজে থাকলেও জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।
পরিসংখ্যান অনুযায়ী আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে কখনও জিততে পারেনি আফগানিস্তান। ৫০ ওভার বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনোটিতেই নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে মাত্র একবারই দেখা হয়েছে দু’দলের। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে আফগানিস্তানকে মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে ও আফগানদের ৬টিতে। কালকের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন চাওয়া পাওয়া সম্পর্কে। এ সময় পোথাস জানিয়েছেন শেষটা জিতে শেষ করতে চান বিশ্বকাপ।
পোথাস বলেন, ‘প্রতিটি ম্যাচেই আপনি প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইবেন। আমরাও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবো। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে। ওদের বিপক্ষে সিরিজও জিতেছি। আপনি ক্রিকেটের মতো খেলায় আপনার দেশকে প্রতিনিধিত্ব করছেন, এটা অনেক সম্মানের। আফগানিস্তানের বিপক্ষে অতীতে অনেক সাফল্যই আছে। আমরা তাই এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাই।’
সুপার এইটে খেলা নিয়ে পোথাস বলেন, ‘মানুষের আশা অনেক বেশি থাকে। আমরা এই প্রথম সুপার এইটে খেললাম যা অনেক বড় অর্জন। তারা যা করেছে তাও কম নয়। দুটো খুব ভালো দলের বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি। বড় দলগুলো কোথায় আছে আর আমরা কোথায় আছি এটা খুঁজে বের করতে হবে। বের করতে হবে আমাদের কোনো ধরনের ক্রিকেটার প্রয়োজন। পাওয়ার ছাড়া প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়।’