ছুটির দিনে একাই অনুশীলনে তাসকিন
দিন দুয়েক আগেই সুখবর পেয়েছেন তাসকিন আহমেদ। ২৪ আগস্ট তৃতীয় সন্তানের বাবা হয়েছেন এই পেসার। এ কারণেই গত বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। সেই ঘাটতি পুষিয়ে নিতেই আজ একাই মিরপুরে হাজির হয়েছিলেন তাসকিন।
এশিয়া কাপের আগে আজ দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দল। দুপুর ১ টায় শুরু হয় এই সংবাদ সম্মেলন। একই সময়ে মিপুরের একাডেমি মাঠের নেটে ঘাম ঝরিয়েছেন তাসকিন। তবে সংবাদ সম্মেলন ঘিরেই যত আগ্রহ ছিল সংবাদ মাধ্যমের।
ক্যামেরার ল্যান্স কম থাকায় তাসকিনের জন্য বরং সুবিধাই হয়েছে। এই পেসার নেটে এসে সরাসরি বল হাতে তুলে নিয়েছেন। আনুষ্ঠানেকি অনুশীলন না হওয়ায় ছিল না কোনো কোচিং স্টাফের সদস্য। উইকেটে মার্কার আর একটা স্টাম্প রেখে লক্ষ্য ভেদ করার চেষ্টা করেছেন একাই।
খালি চোখে তাসকিনের বোলিং দেখে মনে হয়েছে, তিনি পুরো দমেই গতি তুলেছেন। লাইন-ল্যান্থেও বেশ হিসেবী ছিলেন এই পেসার। অফ স্টাম্পের বাইরে গুড ল্যান্থে মার্কার রেখে সেটার ওপর বল ফেলার চেষ্টা করেছেন। অফ স্টাম্পের বাইরে থেকে অবশ্য একাধিকবার তার ইনসুইয়ে উপড়ে গেছে একমাত্র স্টাম্প। যে ডেলিভারীতে স্টাম্প ভেঙেছে সেগুলোতে তৃপ্তি দেখা গেছে তাসকিনের চোখে-মুখেও।
সবমিলিয়ে শনিবারের অনুশীলনে বেশ সাবলীল ছিলেন তাসকিন। বাড়তি কিছু করার চেষ্টা করেননি। লাইন আর ল্যান্থের ওপর শেষের আচড়টা দিয়েছেন শুধু। কারণ আগামীকালই এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে সাকিব এন্ড কোং।
ছুটির দিনে অনুশীলনে দেখা গেছে লিটন দাসকেও। বিকেএসপিতে থেকে উড়ে এসেছিলেন তার ছোট বেলার কোচ মন্টু দত্ত। দিয়েছেন লিটনকে টোটকা। একাডেমি মাঠে লিটনের ব্যাটিংয়ে বেশ কিছুক্ষণ নজর রেখেছিলেন মন্টু। দেখিয়েছেন সমস্যাগুলো, লিটন সেগুলোর সমাধানের চেষ্টাও করেছেন।