৪ দিন ধরে নিখোঁজ রেনু বেগমের সন্ধান মেলেনি
নারায়ণগঞ্জে ছেলের বাসায় উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছেন ৫৫ বছর বয়সী রেনু বেগম নামে এক নারী। নিখোঁজের চারদিন পার হলেও রেনু বেগমের খোঁজ পাওয়া যায়নি।
জানা যায়, গত ৬ জুন সকালে ডিএমপির ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় মেয়ের বাসা থেকে একমাত্র ছেলের বাসা নারায়ণগঞ্জের ভুইগড় এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হন রেনু বেগম। সকাল ৯টার পর থেকেই তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। তার স্বামীর নাম আব্দুল খালেক। গ্রামের বাড়ি- নাচনাপাড়া, পাথরঘাটা, বরগুনা।
রেনু বেগমের ছেলে আব্দুলাহ আল নোমান ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ নিখোঁজ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত করছেন ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, নিখোঁজ রেনু বেগমকে উদ্ধার করার জন্য আমাদের কাজ চলমান রয়েছে। আমরা তদন্ত করছি। রেনু বেগমের সর্বশেষ অবস্থান তেজগাঁও শিল্প এলাকায় ছিল বলে জানা যায়।
উল্লেখ্য, নিখোঁজের গায়ের রং ফরসা, মাথার চুল- সাদা পাকা। নিখোঁজের সময় তার পরনে ছিল বিস্কিট রঙের বোরখা।