ফ্রান্সে ঈদুল আজহা উদযাপিত হবে ১৬ জুন
ফ্রান্সে আগামী ১৬ জুন রোববার ঈদুল আজহা উদযাপিত হবে। গত বৃহস্পতিবার (৬ জুন) ফ্রান্সের জাতীয় মসজিদ ‘গ্রান্ড মস্ক দূ প্যারিস’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সাধারণত প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়ে থাকে।
এদিকে, ঈদ সামনে রেখে রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশিদের পরিচালিত দুটি মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্তায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়। এরপর দ্বিতীয় জামাত সকাল ৭টা ১৫ মিনিটে, তৃতীয় জামাত সকাল ৮টায়, ৪র্থ জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে এবং শেষ জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। সেখানে নারীদের জন্য ঈদের জামাত আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
ওভারবিলিয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি জামে মসজিদে সকাল সাড়ে ৬টা থেকে শুরু করে ১২টা পর্যন্ত একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মসজিদ পরিচালনা কমিটির পরিচালক সালে আহমদ চৌধুরী বলেন, এবার পবিত্র ঈদুল আজহা সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আমরা একাধিক ঈদ জামাতের প্রস্তুতি নিয়েছি।
এ ছাড়া মেট্রো হোস জিমন্যান্স হলে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।