যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারিস রউফের বল টেম্পারিংয়ের অভিযোগ
সুপার ওভার থ্রিলারে আমেরিকার বিপক্ষে হেরে গেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তান। এবার পাক পেসার হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে রউফ বল বিকৃতি করেছেন বলে দাবি করেছেন সাবেক এক ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার পেসার জুয়ান রাস্টি থেরন খেলেছেন আমেরিকার হয়েও। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন থেরন। পরে খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়েও। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৩তম ক্রিকেটার হিসেবে দুটি দেশের প্রতিনিধিত্ব করা থেরন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ের পর প্রত্যাশিতভাবে খুশি হলেও পাকিস্তানের পেসার রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) নিজের হ্যান্ডলে রাস্টি থেরন লিখেছেন, ‘আইসিসি, আমরা কি বল বিকৃতি করতে দেখেও দেখব না? মাত্র দুই ওভার আগে যে বল বদল করা হয়েছে, তা রিভার্স করছে! হ্যারিস রউফকে আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়াতে সবাই দেখেছে।’
যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছেন, বল রিভার্স সুইং করায় তারা ইয়র্কার মারার চেষ্টা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে থেরন ছাড়া আর কেউ এখনো রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে পিচ নিয়ে বিতর্ক চলছে। ড্রপ ইন পিচ পছন্দ হয়নি ভারতেরও। সেখানে বল কখনও বুকের উচ্চতায় উঠে আসছে, আবার কখনও নেমে যাচ্ছে। তাতে ব্যাটারদের খেলতে অসুবিধা হচ্ছে। বোলাররা যদিও সাহায্য পাচ্ছেন পিচ থেকে।
গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আমেরিকা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ রান করেছিল পাকিস্তান। একই রানে ইনিংস শেষ হয় আমেরিকারও। পরে সুপার ওভারে ৫ রানে হেরে যায় পাকিস্তান। সেখানে প্রথমে ব্যাট করে আমেরিকা ১৮ রান করে। কিন্তু বাবর আজমরা ১৩ রানের বেশি করতে পারেনি।