আত্মঘাতী গোলে পিছিয়ে বাংলাদেশ
বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলছে। ম্যাচের প্রথমার্ধে বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে মাত্র ১-০ গোলে এগিয়ে রয়েছে। সেই গোলটিও হয়েছে সৌভাগ্যবশত। বাংলাদেশের আত্মঘাতী গোলে অস্ট্রেলিয়া ম্যাচে এগিয়ে আছে।
ম্যাচের ২৯ মিনিটে লিড পায় অস্ট্রেলিয়া। অবশ্য এই গোলটা সৌভাগ্যক্রমে। অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার আজদিন হুরস্টিক প্রায় ৪০ গজ দুর থেকে শট নেন। বক্সের আগে দাড়িয়ে থাকা বাংলাদেশের ডিফেন্ডার মেহেদী মিঠুর পায়ে লেগে বল দিক পরিবর্তন হয়। গোলরক্ষক মিতুল অন্য পোস্টে তাকিয়ে দেখেন বল জালে ঢুকছে। বাফুফে নিশ্চিত করেছে গোলটি আত্মঘাতী হিসেবে ম্যাচ অফিসিয়াল লিপিবদ্ধ করেছে।
ম্যাচের প্রথম ৪৫ মিনিট বাংলাদেশ অর্ধেই খেলা হয়েছে। রাকিব ও মোরসালিন চেষ্টা করেছেন কাউন্টার অ্যাটাকে যাওয়ার। ভেজা মাঠে তারাও পারেনি। প্রথমার্ধে বাংলাদেশের কোনো শটই অন টার্গেটে ছিল না।