উরফির সঙ্গে কুকুরের মত আচরণ করা হত
ভারতীয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ; যার নাম শুনলেই মনে ভেসে আসে নানারকম উদ্ভট পোশাক-পরিচ্ছদের চিত্র। সামাজিক মাধ্যমে সর্বদা আলোচনা-সমালোচনার তুঙ্গে থাকেন এই অভিনেত্রী। এদিকে নেটিজেনরাও তাকে নিয়ে বেশ আগ্রহে থাকেন। কারণ উরফি মানেই নিত্যনতুন চমক; এই বুঝি কোনো নতুন ভঙ্গি দেখিয়ে বিনোদন দিতে হাজির হয়েছেন এই মডেল।
উরফি জানান, নতুন অভিনেত্রী হওয়ার কারণে ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে অনেক কুৎসিত ব্যবহার করা হত। তার কথায়, ‘একজন নবাগত অভিনেতা বা অভিনেত্রীর জন্য এটা খুবই কষ্টদায়ক জায়গা। তারা কোনওভাবেই তাদের ভালোমতো ট্রিট করবে না। কিছু কিছু সেটে খুব বাজে ব্যবহার করেছিল আমার সঙ্গে। রীতিমতো তারা কুকুরের মত আচরণ করে। কিছু কিছু প্রোডাকশন হাউজ এক কথায় ভয়ংকর।’
শুধু তাই নয়, উরফি জানান যে তিনি বিগ বসেও যেতে চান না। বিগ বস ওটিটিতে তিনি গিয়েছিলেন যদিও, কিন্তু এক সপ্তাহের মধ্যেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়।