সারাদেশ
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
পিরােজপুরের মঠবাড়িয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় বখাটেদের হামলায় ফারুক ভূইয়া (৬০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফারুক ভূইয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত নূরু ভূইয়ার ছেলে। অভিযুক্তরা হলেন উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া এলাকার এমাদুল হাওলাদারের ছেলে শাওন, বাদল মিয়ার ছেলে শাহিন ওরফে শাকিল ও মৃত জাফর মােল্লার ছেলে সুমন মােল্লা।
জানা গেছে, শাওন, শাকিল ও সুমন মোল্লা গত শুক্রবার (৩১ মে) রাত ১১টার দিকে ফারুক ভূইয়ার দােকানে গিয়ে তার কাছে বাকিতে সিগারেট চান। ফারুক ভূইয়া তাদের কাছে আগের পাওনা ১ হাজার ৪০০ টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ফারুক ভূইয়ার ওপর হামলা চালায়। তাদের হামলায় বৃদ্ধ ফারুক ভূইয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লােকজন ফারুক ভূইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার সকালে আহত ফারুক ভূইয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় তার স্ত্রী রিজিয়া বেগম ৪ জুন মঙ্গলবার ৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী ফারুক ভূইয়ার ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলাই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।