নওরীন আহসান হচ্ছেন ব্রুনাইয়ে বাংলাদেশের নতুন হাইকমিশনার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের মহাপরিচালক নওরীন আহসানকে ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান হাইকমিশনার নাহিদা রহমান সুমনার স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পেশাদার কূটনীতিক নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫ তম ব্যাচের কর্মকর্তা। তিনি প্রিটোরিয়া, হেগ এবং অটোয়াতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
নওরীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি স্বল্প সময়ের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।