রামপুরায় রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
রাজধানীর রামপুরার সি ব্লকে নির্মাণাধীন ভবনে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ মিয়া (২১) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) অচেতন অবস্থায় বিকেল চারটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মাসুদ মিয়ার বড় ভাই মাজেদুল বলেন, আমিও আমার ভাই ওই নির্মাণাধীন ভবনে কাজ করি। নির্মাণাধীন ভবনের রড কাটার সময় কাটার মেশিনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরের অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।
নিহতের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকায়। তার বাবার নাম মো. নজরুল মিয়া।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রামপুরা থানাকে জানিয়েছি।