পান্না-হীরার গয়না ও শাড়িতে লালগালিচায় সাফা
মেরিল-প্রথম আলো পুরস্কারের লালগালিচায় দেখা দিয়েছেন আরও কয়েকবার। সংখ্যাটা ৪ নাকি ৫, তা গুলিয়ে ফেলেছেন অভিনেত্রী সাফা কবির; তবে শাড়িতে দেখা দিলেন এই প্রথমবার। মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২৩-এর আসরে শাড়ির সঙ্গে পরেছেন পান্না ও হীরার কাস্টোমাইজ গয়না।
সাফার সোনালি রঙের শাড়িটি বিশেষভাবে তৈরি করেছে ‘মেহের বাই সামিনা সারা’। গাঢ় লাল ব্লাউজটিও সেখান থেকেই নেওয়া। শাড়িতে চুমকি, পুঁতি আর পাথরে নিখুঁতভাবে ফুটে উঠেছে জারদৌসির নকশা। হাতের ক্লচটিও ‘মেহের বাই সামিনা সারা’ থেকে নেওয়া, শাড়ির সঙ্গে মিলিয়ে কাস্টম মেড।
লার চোকার আর কানের দুল পান্না ও হীরায় তৈরি। নিয়েছেন ‘জরোয়া হাউজ’ থেকে। আলাদা করে নজর কেড়েছে সাফার ট্রেন্ডি মেকআপের স্মোকি ব্লাশি আইস আর গ্লসি লিপ। মেকআপ আর হেয়ার করেছে ‘আনিকা বুশরা’।
সাফার লুকের ইউএসপি (ইউনিক সেলিং পয়েন্ট) হলো তাঁর চুল। স্লিক বান করে জড়িয়েছেন মুক্তার কয়েকটি মালায়। মালাগুলো খোপার সঙ্গে আটকা পড়েছে ববি ক্লিপে।