নড়াইলে গরমে শ্রেণিকক্ষে জ্ঞান হারাল ৬ শিক্ষার্থী
তীব্র তাপপ্রবাহে নড়াইলের লোহাগড়ায় গরমে শ্রেণিকক্ষে জ্ঞান হারিয়েছে ৬ শিক্ষার্থী। এ সময় অসুস্থ হয়েছে অন্তত আরও ৬ জন। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
জ্ঞান হারানো ৬ শিক্ষার্থী হচ্ছে- সাহাবা, মো. সোহাগ, মো. রেজোয়ান, বায়েজিদ, শিহাব ও অনামিকা।
ইতনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনিন্দ্য কুমার সরকার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে অতিরিক্ত গরমে শ্রেণিকক্ষে ৬ শিক্ষার্থী জ্ঞান হারায়। এরপর আরও ৬ জনের মতো অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের মাথায় পানি ঢালাসহ প্রাথমিক চিকিৎসা দিলেও সুস্থ না হওয়ায় স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসককে ডাকা হয়। তিনি এসে চিকিৎসা দিলে শিক্ষার্থীরা সুস্থ হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করা হয়।
ইতনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ফজলুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে দেখি শিক্ষার্থীরা অসুস্থ। পরে তাদের দেখে শুনে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে শিক্ষকদের বলেছি শিক্ষার্থীদের পরিবারের কাছে হস্তান্তর করতে।
এ ব্যাপারে নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তঅ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানার পরপরই ওই প্রতিষ্ঠান ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছি।