সারাদেশ

মুন্সীগঞ্জে মাছের আড়ত থেকে ১৫ মণ জাটকা জব্দ, আটক ২

মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজারে অভিযান চালিয়ে মাছের আড়ত থেকে ১৫ মণ জাটকা ও সাড়ে ৩ মণ পাঙাশের পোনা জব্দ করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে এ অভিযান চালানো হয়। এ সময় জাটকা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মনামের ছেলে মোহাম্মদ আলী।

মুন্সীগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিমের নেতৃত্বে শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যান জাটকা ব্যবসায়ীরা। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হবে। জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হবে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাজাহারুল ইসলাম জানান, রিকাবী বাজারের মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করি। দুইজন আটক করি। জাটকা সংরক্ষণে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হবে।

তিনি আরও বলেন, প্রতি বছরের ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮ মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয়-বিক্রয় মজুত এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading