যুক্তরাষ্ট্র সরে গেলে বিশ্বকে নেতৃত্ব দেবে কে— প্রশ্ন বাইডেনের
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি বিশ্ব মঞ্চ থেকে সরে যায়, তাহলে বিশ্বকে নেতৃত্ব দেবে কে— এমন প্রশ্ন দেশবাসীকে জিজ্ঞাসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি এই ধরনের বিতর্ক শুরুর জন্য তিনি তার আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বীর নিন্দাও করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার টাম্পায় একটি প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট বাইডেন। সেখানে সমবেতদের তিনি জিজ্ঞাসা করেন, ‘এভাবে চিন্তা করুন — যুক্তরাষ্ট্র যদি বিশ্ব মঞ্চ থেকে সরে যায়, যেমনটা ট্রাম্প আমাদের (বিশ্ব থেকে বিচ্ছিন্ন) করতে চান, কে বিশ্বকে নেতৃত্ব দেবে? কে বিশ্বকে নেতৃত্ব দেবে?’
চলতি বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন।
অন্যদিকে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হতে আবারও নির্বাচনের লড়াইয়ে নামার কথা বহু আগে থেকেই বলে আসছেন জো বাইডেনও। নির্বাচনকে সামনে রেখে তিনি প্রচারণাও চালাচ্ছেন।
এতে করে ২০২০ সালের মতো এবারের নির্বাচনেও বাইডেন এবং ট্রাম্প ফের মুখোমুখি হবেন।
প্রেসিডেন্ট বাইডেন ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় বলেন, ‘এখন যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে একটি হলো… আমি যখন অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথে প্রতিটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিই — সেটা জি ৭, জি ২০, বা এই ধরনের যে সমস্ত আন্তর্জাতিক মিটিংই হোক — (বৈঠক শেষে) আমি চলে আসার আগে, আক্ষরিক অর্থে, প্রায় প্রত্যেকেই আমার কাছে হেঁটে আসেন এবং আমাকে এক কোণে নিয়ে যান এবং হাত ধরে বলেন, ‘(আগামী নির্বাচনে) আপনাকে জিততেই হবে’। আমার কারণে নয়, (নির্বাচনে) বিকল্প প্রার্থীর কারণে। এবং তারা আরও বলেন, ‘আমাদের গণতন্ত্রও নির্ভর করছে এটির ওপর’, যার অর্থ— তাদের গণতন্ত্র।’
মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, ‘সুতরাং পুরো বিশ্ব তাকিয়ে আছে এবং তারা দেখতে চাইছে, এই নির্বাচনে আমরা কীভাবে নিজেদের পরিচালনা করি — শুধু আমরা জিতব কি না সেটির দিকে নয়, আমরা কীভাবে নিজেদেরকে পরিচালনা করি তার ওপরও সবাই দৃষ্টি রাখছে।’
বাইডেন তার সমর্থকদের বলেন, তার প্রচারণা দল দুর্দান্ত কাজ করছে এবং এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে।
আরও পড়ুন
তিনি বলেন, ‘আমি সত্যিই উচ্ছ্বসিত। আমরা এখন পর্যন্ত প্রায় দেড় বিলিয়ন ডলার সংগ্রহ করেছি। কিন্তু এখানে যা আমাকে উচ্ছ্বসিত করছে— এখন পর্যন্ত, আমাদের ১৬ লাখ কন্ট্রিবিউটর রয়েছেন, যা আমাদের প্রচারণার এই পর্যায়ে গতবারের চেয়ে সাড়ে পাঁচ লাখ বেশি।’
মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি সাম্প্রতিক জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন।
তিনি বলেন, ‘গত ২৩টি জাতীয় নির্বাচনে আমি ১০টিতে এগিয়ে ছিলাম, ট্রাম্প আটটিতে এগিয়ে এবং আমরা পাঁচটিতে টাই অবস্থায় ছিলাম। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, মোমেন্টাম স্পষ্টতই আমাদের পক্ষে রয়েছে।