জাতীয়
গরমে ব্যাগে ফ্যান নিয়ে বাইরে বের হতে বললেন হিট অফিসার
সারা দেশে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ঢাকা শহরও এর ব্যতিক্রম নয়। প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ। এই পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন নগরবাসীকে সচেতন করে তোলার পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন।
- সচেতনতা বৃদ্ধি: নিয়মিত ‘হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ চালিয়ে ঢাকাবাসীকে তীব্র তাপপ্রবাহের ঝুঁকি ও সতর্কতা সম্পর্কে অবহিত করা হচ্ছে।
- গাছ লাগানো: ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা কমাতে বৃহৎ আকারে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাস্তার ধারে ২ লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- বনায়ন: নগরের ফাঁকা ও পরিত্যক্ত জায়গায় বনায়ন করা হচ্ছে।
- ‘টু অ্যাবেল ফরেস্ট’: মিরপুর কল্যাণপুর ও বনানীর এক্সপ্রেসওয়ের পাশে দুটি বন তৈরির পরিকল্পনা রয়েছে। এই বন শুধু তাপমাত্রা কমই না, বরং দূষণ রোধেও সহায়তা করবে।
- “ঢাকা শহরের প্রায় ৮০ শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে। এর ফলে নানা রকম সমস্যার সঙ্গে বাড়ছে তাপমাত্রাও।”
- “আমাদের এখানে আরও অনেক পার্ক এবং সবুজে ঘেরা জায়গা দরকার। তাতে তাপমাত্রা যেমন কমবে, তেমনই পাখিসহ নানা প্রাণীও ফিরে আসবে।”
- “তীব্র তাপপ্রবাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি- আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল, টুপি, ফ্যান, ছাতার মতো জিনিসপত্র সঙ্গে রাখি তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি।”
চিফ হিট অফিসার বুশরা আফরিন ঢাকার তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, বনায়ন এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য তার উদ্যোগ প্রশংসনীয়। ঢাকাবাসীর সকলেরই উচিত তার নির্দেশাবলী মেনে চলা এবং তীব্র তাপপ্রবাহ থেকে সাবধানে থাকা।