বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা নেমেছে দু’দিন (শুক্রবার) আগে। যেখানে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্ব এবং মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অবদানে ফাইনালে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে। শিরোপাজয়ী তামিমদের অভিনন্দন জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেই টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান ছিল গতকাল (শনিবার) রাতে। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান প্রধান অতিথি ছিলেন। ব্যাডমিন্টন ও টেবিল টেনিসেও (টিটি) সম্ভাবনা রয়েছে বলে তিনি তার বক্তব্যে বলেছেন।
নিজ জেলা মাগুরা থেকে এসে ব্যাডমিন্টন ফেডারেশনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। রাত ১০টার পর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সাকিব আল হাসান এসে পৌঁছান। প্রধান অতিথি ও সংসদ হলেও সাকিব জিন্স প্যান্ট এবং টি-শার্ট পরেই এসেছিলেন। প্রধান অতিথির আসন ছেড়ে তিনি সময় কাটিয়েছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসা সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেনের পাশে বসে।
সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ও ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক রাসেল কবির সুমনের উদ্যোগেই মূলত এই মাস্টার্স টুর্নামেন্টের আয়োজন। ব্যাডমিন্টন তারকা সুমনের ঘনিষ্ঠ বন্ধু জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বন্ধুর আমন্ত্রণে বিশেষ অতিথি হয়ে আসা সুমন বলেন, ‘ব্যাডমিন্টন দেশের অন্যতম জনপ্রিয় খেলা। গ্রাম-শহর সব জায়গায় এই খেলার প্রচলন রয়েছে। সাবেকদের এমন আয়োজন খেলাটির আরও উৎকর্ষতা বৃদ্ধি করবে।’
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি। এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বাজেট খুবই স্বল্প। সাকিবকে অনুরোধ করব সংসদে ক্রীড়াঙ্গনে বাজেট বৃদ্ধির ব্যাপারে ভূমিকা রাখতে।’
বক্তব্য প্রদান শেষে মাস্টার্স টুর্নামেন্টে বিভিন্ন বয়স ক্যাটাগরিতে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন সাকিবের কাছ থেকে। পরে তিনিসহ সাবেক তিন ক্রিকেটারকে ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে টেবিল টেনিস ফেডারেশনের অধীনে ক্যাম্পে থাকা ক্ষুদে টিটি খেলোয়াড়রা সাকিবের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সেখানে দেশের ব্যাডমিন্টন ও টিটিতেও সম্ভাবনা রয়েছে বলে জানান সাকিব।