মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস এ্যওয়ার্ড পেলেন সুস্মিতা
শৈলকন্যা সুস্মিতা আফরিন মুমু ২৪ শে ফেব্রুয়ারি রথীন্দ্র মন্চ, ঠাকুর বাড়ী, জোড়াসাঁকো কোলকাতা থেকে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস এ্যওয়ার্ড ২০২৩ এ (নৃত্যকলা) ভুষিত হয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী সোসায়িটি ভারত বাংলাদেশ মৈত্রী সম্মেলন ২০২৪ এ এই এ্যওয়ার্ড প্রদান করেন। সুস্মিতা আফরিন মুমু শৈলকুপার সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি, শিল্পী, গীতিকার,নট,নাট্যকার মোঃ মনোয়ার হোসেন মণি’র পৌতনী এবং আন্তর্জাতিক মেধা সম্পদ সংস্থা কর্তৃক স্বীকৃত খুলনা বিভাগের একমাত্র মেধাস্বত্বাধিকারী মাহমুদ শামস্ উজ জামান কচি’র কন্যা। সুস্মিতা আফরিন মুমু ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্রী। মুমু এটিএন বাংলার আগামীর তারকা সিজন ২ এর ফাইনালিস্ট।