প্রথম সপ্তাহে ‘পারিয়া’ কত আয় করল?
এক সপ্তাহ আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ‘পারিয়া’ সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন তথাগত মুখোপাধ্যায়। ছবির পরিচালকের সারমেয়প্রেম কারো অজানা নয়। সেই ভালোবাসার প্রতিফলন পারিয়া। কোথউ কুকুরদের বিরুদ্ধের অত্যাচারের খবর পেলেই বরাবর ছুটে যান তথাগত। লার্জ স্কেলে নিজের প্রতিবাদের ভাষাকে পৌঁছে দিতেই পারিয়া বানিয়েছেন তিনি।
মুক্তির পর থেকেই দর্শকরা ভালোবাসা উজার করে দিচ্ছেন এই ছবিতে। কলকাতার একাধিক থিয়েটারে হাউসফুল ছবিটি। তথাগতর প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছেন সবাই। লোকমুখে প্রচারই এখন এই ছবির অন্যতম বড় অস্ত্র।
এদিকে দ্বিতীয় সপ্তাহে নন্দনে পারিয়া-র জায়গা না পাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। এর মাঝেই নতুন বিতর্ক। এদিন সামাজিক মাধ্যমে পারিয়ার বক্স অফিস সংক্রান্ত তথ্য নিয়ে বেশকিছু বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়ে।
স্বঘোষিত বেশকিছু ট্রেড অ্যানালিস্ট দাবি করেন, পারিয়ার প্রথম সপ্তাহের কালেকশন ২৪ লাখের আশেপাশে। এরপরই প্রতিবাদে সরব হয় টিম পারিয়া।
জানায়, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অসৎ উদ্দেশ্য নিয়ে। রাত গড়াতেই ছবির ডিস্ট্রিবিউটর শতাদীপ সাহা এক পোস্টে জানান, প্রথম ৭ দিনে রাজ্যে পারিয়ার নেট কালেকশন ৫৭.৭ লাখ টাকা। সেটাও নন্দন ২-এর এবং আরও বেশকিছু সিঙ্গেল স্ক্রিনের রিপোর্ট আসা এখনও বাকি আছে।
পারিয়া টিমকে এত ভালোবাসা উজার করে দেওয়ার জন্য আপ্লুত বিক্রম। অনুরাগীদের কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না।
শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তথাগত জানান, ‘পারিয়ার বক্স অফিস কালেকশন সংক্রান্ত ভুল তথ্য সকাল থেকে সামাজিক মিডিয়াতে ছড়াচ্ছে। কিন্তু আপনাদের ভালোবাসা ও আর্শীবাদে আমাদের বক্স অফিস কালেকশন ওই ভুয়া কালেকশনের চেয়ে অনেক বেশি। … গুজবে কান দেবেন না’।