পিএসসির দুই পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ষষ্ঠ গ্রেডভুক্ত প্রোগ্রামার ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পিএসসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষা আগামী ১৩ মার্চ এবং রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন থেকে কোনো আলাদা প্রবেশপত্র পাঠানো হবে না। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি), প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও অভিজ্ঞতার সনদ মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
মৌখিক পরীক্ষার বোর্ডে যেসব কাগজপত্র জমা দিতে হবে
প্রবেশপত্রের কপি, বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি), শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও সত্যায়িত কপি। তিন কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে।