৬০ বছর আগের প্রেমিকার চিঠি, স্বামীকে হত্যার চেষ্টা বৃদ্ধার
৬০ বছর আগে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক ব্যক্তি। সেই নারী ওই ব্যক্তিকে একটি চিঠি (পোস্টকার্ড) পাঠিয়েছেন। তবে সেই পোস্টকার্ড দেখতে পেয়ে তার ৭১ বছর বয়সী স্ত্রীক তাকে হত্যা করার চেষ্টা চালিয়েছেন।
সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়ালটার নামের এক নারী এ ঘটনা ঘটিয়েছেন। তিনি ফ্লোরিডার বাসিন্দা।
তার স্বামীই পুলিশ ডেকে আনেন এবং অভিযোগ করেন তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে ‘খুবই খারাপ’ অবস্থায় দেখতে পান। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে কাঁটাছেড়া এবং কামড়ের চিহ্ন দেখতে পান। ওই সময় বৃদ্ধের শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছিল।
ফ্লোরিডার নর্থ মিয়ামি বিচ পুলিশ বিভাগ জানিয়েছে, ইয়াল্টার ও তার স্বামী ৫২ বছর আগে বিয়ে করেছিলেন। হামলার স্বীকার ওই বৃদ্ধার স্বামী জানিয়েছেন, তিনি তার ৬০ বছর আগের প্রেমিকার কাছ থেকে একটি পোস্টকার্ড পান। এরপরই তার স্ত্রী ক্ষুব্ধ হয়ে ওঠেন। সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেলে ষাটের দশকে তিনি ইয়ালটারকে বিয়ে করেন।
ওই পোস্টকার্ড দেখার পর তার স্ত্রী এতটাই ক্ষিপ্ত হন যেন তিন তাকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন।
মোবাইল ফোনে ওই হামলার কিছু অংশ ধরা পড়েছে। এছাড়া প্রসিকিউটররা জানিয়েছেন, ৭১ ব্ছর বয়সী বৃদ্ধা ইয়ালটার স্বীকার করেছেন তিনি তার স্বামীর ফোন কেড়ে নিয়েছিলেন এবং তার ওপর হামলা চালিয়েছিলেন।
তবে ইয়ালটারের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলের বিরুদ্ধে পলিশ হত্যা চেষ্টার মামলা করেছে। যার মাধ্যমে অতিরিক্ত করা হয়েছে। কারণ তার হামলায় তার স্বামী খুব বেশি আহত হননি। তাকে অনেকটা পুলিশই জোর করে হাসপাতালে নিয়ে গেছে।
আদালতে এই নারীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, বৃদ্ধের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এছাড়া স্বামীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে।