জেলার খবর
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের বরফকলে বিআইডব্লিউটিএ’র গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।
এ ব্যাপারে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার বলেন, বিআইডব্লিউটিএ এর গোডাউনে একটি পাইপ লাইনে আগুন লেগেছে। দুপুর ১টা ১৮ মিনিটে ঘটনা ঘটে। আমাদের স্টেশন থেকে একটি ইউনিট গিয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।