চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ দম্পতি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, শামীম ইসলাম (২৪) ও তার স্ত্রী জাহানারা বেগম (২২)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
তারা রূপগঞ্জের সাওঘাট এলাকায় দুইটি কারখানা কাজ করেন ও স্থানীয় আবু মুসার দ্বিতল ভবনের নিচতলায় ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগরে।
ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, কারখানা শ্রমিক শামীমের স্ত্রী জাহানারা বেগম রাত ৩টার দিকে রান্না ঘরে চুলায় জ্বালানোর সঙ্গে সঙ্গে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় দগ্ধ হন জাহানারা ও শামীম।
তিনি বলেন, বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এসে নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে লোকজন দগ্ধ দম্পতিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করান।